নতুন এ পর্যটন কেন্দ্র উদ্বোধন সম্পর্কে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘পদ্মা নদীর তীর রাজবাড়ীর মানুষের আবেগ ও ইতিহাসের অংশ। তাই এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নত করতে ধারাবাহিক কাজ করা হচ্ছে।

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর ঐতিহ্যবাহী পদ্মা নদীর তীরে গোদার বাজার ঘাট এলাকায় উদ্বোধন করা হয়েছে নতুন পর্যটন কেন্দ্র ‘পদ্মা পুলক’। শুক্রবার (৬ জুন) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ও রাজবাড়ী পৌরসভার তত্ত্বাবধানে গড়ে ওঠা এ পর্যটন কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
আকর্ষণীয় এ পর্যটন কেন্দ্রটি উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল এবং স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান।
নতুন এ পর্যটন কেন্দ্র উদ্বোধন সম্পর্কে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘পদ্মা নদীর তীর রাজবাড়ীর মানুষের আবেগ ও ইতিহাসের অংশ। তাই এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নত করতে ধারাবাহিক কাজ করা হচ্ছে।
এ ছাড়া উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, এনডিসি নাহিদ আহমেদ সহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.