Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই মিললো করোনা ভাইরাস

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কারও প্রাণহানি হয়নি। গতকাল রোববার (৮ জুন) করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার (৫ জুন) দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। সবাই ঢাকার বাসিন্দা। এছাড়া করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ।

অন্যদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন।  

Exit mobile version