ডিপি ডেস্ক :
জামালপুরে মাদারগঞ্জে বিয়ে বাড়িতে বর পক্ষকে গরুর মাংস কম দেওয়ায় দু-পক্ষের সংঘর্ষে বরসহ ২০ জন আহত হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্কর (২৪) এর সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের প্রায় দুই বছর আগে বিয়ে হয়।
বিয়ের সময় কোনো অনুষ্ঠান করা হয়নি। পরে আনুষ্ঠানিকভাবে নতুন বউ তুলে নিতে মেয়ের বাড়িতে যায় ছেলে পক্ষ। বিকেল ৫ টার দিকে খাবার দিলে ছেলে পক্ষকে গরুর মাংস কম দেওয়ার কথা বলে মেয়ে পক্ষ।
এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে ছেলে পক্ষ নতুন বউকে না নিয়েই চলে যান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বিয়েতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

