Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আমাদের গাড়ি আমরা ফেরত চাই : আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি বহুতল ভবনের পার্কিং জোনে ল্যান্ড ক্রজার প্রাডো ব্যান্ডের একটি বিলাসবহুল গাড়ির সন্ধান মিলেছে। গাড়িটি ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের।

বিষয়টি নিশ্চিত করেছেন আনার এমপির কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘কুষ্টিয়াতে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের যেই গাড়ির সন্ধান মিলেছে, সেই গাড়িটি আমার বাবার।

ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটির মালিক আমার বাবা আনোয়ারুল আজীম আনার। এই গাড়িতে করে আমি আর আমার বাবা চলাফেরা করেছি। আমাদের গাড়ি আমাদেরকে ফেরত দেওয়া হোক। বাবার গাড়ি আমরা ফেরত চাই।

ডরিন বলেন, আমার বাবাকে হত্যার ঘটনা ঘটার পর থেকে আমাদের ওই গাড়িটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। আমরা বিলাসবহুল গা‌ড়ি‌টি কা‌রো কা‌ছে বি‌ক্রি ক‌রিনি। গা‌ড়ি ফেরত পে‌তে আইনশৃঙ্খলা বা‌হিনীর সহায়তা চাই। আমরা আমাদের গাড়ি ফেরত পেতে চাই।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন ছুটি চলছে। অফিস খুললে বিআরটিএ থেকে গাড়ির বিষয়ে তথ্য চাওয়া হবে। এরপরই নিশ্চিত হওয়া যাবে আসলে গাড়িটির মালিক আনার নাকি অন্য কেউ।

Exit mobile version