ডিপি ডেস্ক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হ্যাকারচক্রের দুই সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩৭৪ সিম কার্ড জব্দ করেছে যৌথ বাহিনী। সেই সঙ্গে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে ওহেদুল ইসলাম (৩৯) ও মামুন মিয়া (৩৭) নামের দুজনকে।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কম্পানির ২ হাজার ৩৭৪টি সিম কার্ড, ল্যাপটপ, সিসি ক্যামেরা ও ৬ লাখ ৩০ হাজার টাকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওহেদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের রমজান আলীর ছেলে ও মামুন মিয়া একই গ্রামের মধু মিয়ার ছেলে।
গতকাল বুধবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.