Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ নারীকে পুশ ইন করল বিএসএফ

ডিপি ডেস্ক :

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চার নারীকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে ৫৮ বিজিবি দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্ত মাঠিলা বিওপির সীমান্ত পিলার ৫৩ এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪ জন নারীকে পুশ-ইন করা হয়েছে। পরে পুশ-ইন করা বাংলাদেশি নারীদের আটক করে বিজিবি।আটকরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

 

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছে জানা গেছে তারা কাজের সন্ধানে ভারতে বিভিন্ন এলাকায় বসবাস করছিল। 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version