Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রূপসায় গুলি করে বিকাশ ব্যবসায়ীর টাকা লুট

ডিপি ডেস্ক :

খুলনা জেলার রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্ৰামে গুলি করে বিকাশ ব্যবসায়ীর ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১২ জু) রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিকাশ ব্যবসায়ী মো. বনি আমিন (৩২) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রূপসা ডিগ্রি কলেজের পাশে তার বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মোলিয়ামেন বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করার সময় একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত দুইজন যুবক হেলমেট পরিহিত অবস্থায় তাকে পিস্তল দিয়ে গুলি করে এবং বাম পায়ে হাঁটুর ওপরে মাংসপেশীতে গুলি লাগে।

তিনি আরো বলেন, ‘দুর্বৃত্তরা দোকানের ক্যাশে থাকা আনু্মানিক ৮০ হাজার টাকা ও কিছু মিনিট কার্ড নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন বনি আমিনকে উদ্ধার করে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

Exit mobile version