ডিপি ডেস্ক :
মাদারীপুরের কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামেপরিবারের সদস্যদের সঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিল ৮ বছরের শিশু নাছিমা আক্তার। এরপর অনুষ্ঠান থেকেই নিখোঁজ হয় সে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার চার দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি শিশুটি। পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। অন্যান্য শিশুদের পরিবারও উদ্বিগ্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটু আনন্দ উপভোগ করতে মা ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী হিলু বেপারীর ছেলে শিপন বেপারীর গায়ে হলুদের অনুষ্ঠানে যায় নাছিমা। সেখানে বান্ধবীদের সঙ্গে নেচে-গেয়ে সময় কাটায় সে। পরে মা রাত ১১টার দিকে তাকে পাশের ঘরে নানী আয়মুন নেছার কাছে রেখে বাড়ি ফিরে যান। এরপর থেকেই নিখোঁজ হয় ৩য় শ্রেণির ছাত্রী নাছিমা, যে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
শিশুটিকে খুঁজে পেতে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। অনেকবার আশপাশের পুকুর, ডোবা এবং সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হয়েছে, তবে কোনো সন্ধান মেলেনি। স্বজনরা বাকরুদ্ধ ও শোকে পাথর হয়ে গেছেন।
নাছিমার নানী তাসলিমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমরা শুধু চাই আমাদের নাতনি সুস্থভাবে আমাদের বুকে ফিরে আসুক। আর যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কঠিন শাস্তি হোক।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) পল্বব কুমার সরকার জানান, শিশুটিকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই মধ্যে জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে পরিবার থেকে এখন পর্যন্ত কাউকে সন্দেহ করা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.