ডিপি ডেস্ক :
মেহেরপুরের গাংনীতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে ফাহিম হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম হোসেন জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরানি জানান, আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে ছেলেরা স্কুলের মাঠে ফুটবল খেলা শেষ করে পুকুরে নেমে গোসল করে বাড়িতে ফিরে যায়। শিশু ফাহিম বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। বন্ধুদের কাছ থেকে জানা যায় ফাহিম পুকুরে গোসল করতে নেমেছিল। কিন্তু পুকুর থেকে উঠে বাড়ি গেছে কিনা সেটা তারা বলতে পারছে না। শুরু হয় পুকুরের পানিতে খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে।
স্থানীয় লোকজন শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করার সময়ে লিডার আব্দুল মতিন এর নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম সেখানে হাজির হয়।
ফায়ার সার্ভিস টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন শিশুটি অনেক আগেই মারা গেছে বলে নিশ্চিত করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.