Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো দুই জনের মৃত্যু, শনাক্ত ১৮ জন

অনলাইন ডেস্ক :

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ জন। মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৩১ জন এবং মারা গেছেন সাতজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা মহানগরে ২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনায় ১ জন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।

Exit mobile version