
ডিপি ডেস্ক :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত শেখ আমির হোসেন পারু (৬৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি বুধবার (১৮ জুন) ভোর ৬টার দিকে হাসপাতালের ৫ নম্বর আইসিইউ বেডে মৃত্যুবরণ করেন।
আমির হোসেন জেলার বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকসেদ আলীর ছেলে।
হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ও জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম জানান, শেখ আমির কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৫ জুন সার্জারি বিভাগে ভর্তি হন।
পরবর্তীতে তার শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে সন্দেহভাজন করোনা রোগী হিসেবে তাকে ১৬ জুন বিকেল ৬টার দিকে হাসপাতালের মডেল ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরো অবনতি হয় এবং তিনি ভোরে মারা যান। পূর্বেই তার একাধিক শারীরিক জটিলতা থাকায় করোনা আক্রান্ত হওয়ার পর তার শরীর তা সহ্য করতে পারেনি।
ডা. রবিউল ইসলাম আরো জানান, বর্তমানে আইসিইউতে আরো তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন যাদের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে তারা করোনায় আক্রান্ত কিনা। এ ছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো একজন করোনা রোগী ভর্তি আছেন, যিনি ইতোমধ্যেই পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন বলেন, করোনা পরিস্থিতি দীর্ঘদিন নিম্নমুখী থাকলেও সম্প্রতি হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যারা বয়স্ক ও আগে থেকেই যাদের অন্য রোগ রয়েছে, তারা বেশি ঝুঁকির মুখে পড়ছেন। যিনি মারা গেছেন তার বয়স বেশির পাশাপাশি জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে জানান তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.