ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে দু'পক্ষের নেতাকর্মীদের মধ্যে গোলাগুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত দশটা থেকে বারটা পর্যন্ত উপজেলার ধরমপুর ইউনিয়ন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১২ টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও ৪টি তাজা গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, স্থানীয় ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের প্রস্তুতি চলছিল। এজন্য গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সমন্বয়ে ওয়ার্ড কমিটির ভোটার তালিকা গঠনের কাজ চলছিল। রাত সাড়ে নয়টা পর্যন্ত বৈঠক চলে।
বৈঠকে সার্চ কমিটির সদস্য রবিউল ইসলাম সরকার, আসাদুজ্জামান মিঠু ও শামসুল ইসলামসহ অন্য সদস্যরা ছিলেন।
সেখানে রবিউল ও আসাদুজ্জামানের সঙ্গে শামসুলসহ তার পক্ষের বিরোধ বাধে। বৈঠক শেষ হঠাৎ সেখানে গুলি ছোড়া হয়। এতে দুই পক্ষের লোকজন দুইদিকে অবস্থান নেয়।
পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বিএনপি কর্মী হামিদুল, আরিফ ও টিপু আহত হয়। তাদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, বৈঠক শেষ হয়ে যাবার পর যে যার মতো সভাস্থল ত্যাগ করছিল।
ঠিক সেই মূহূর্তে সার্চ কমিটির সদস্য শামসুলসহ তার লোকজন হামলা চালায়। তারা গুলিও করে। এতে আমাদের তিন কর্মী আহত হয়।
ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম সরকার বলেন, শামসুল ইসলাম তার ছেলেসহ অন্যদের দিয়ে আক্রমণ চালিয়েছে। আমরা কোনভাবেই এই হামলার সঙ্গে জড়িত না।
অপরদিকে ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য শামসুল বলেন, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হওয়ার কারণেই এই নাটক শুরু করেছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে আজকের এই ঘটনা ঘটানো হয়েছে। মিটিং শেষে আসাদুজ্জামান আমাকে গাড়িতে তুলে দিয়েছে। আমি চলে আসার পরে এই ঘটনা ঘটেছে। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, একজন মাথায় ও আরেকজন হাতের কনুইতে আঘাত নিয়ে রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, বিএনপি সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তিনজন আহত হয়েছে। তবে তারা গুলিতে আহত হয়নি। ঘটনাস্থল থেকে গুলির ৫টি খোসা ও ৪টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কেও কোনো অভিযোগ দেয়নি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.