
ডিপি ডেস্ক :
জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ইলেকট্রিশিয়ান ইলিয়াস হোসেন হত্যার ঘটনায় হওয়া মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ কা ম সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিনহাজুর রহমান এই আদেশ দিয়েছেন।
এদিন সরওয়ার জাহানকে সংশ্লিষ্ট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে মামলাটিতে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম ইলিয়াস হোসেন একজন ইলেকট্রিশিয়ান। দেশব্যাপী কোটা আন্দোলনের সময় মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে ছাত্র-জনতার আন্দোলন চলছিল।
গত বছরের ৪ আগস্ট এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য আসামিরা আন্দোলনে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এসময় ঘটনাস্থলে ভিকটিম ইলিয়াস হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে স্থানীয়রা নিউরো সাইন্স মেডিকেল হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালের আইসিউতে ভর্তি করান।
মাথায় গুলিবিদ্ধ থাকায় আইসিউতে অবজারবেশনে থাকাবস্থায় গত ৯ আগস্ট চিকিৎসক ইলিয়াস হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.