Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়াসহ দেশের ১৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক :

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর মধ্যে ১৮টি অঞ্চলের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট- এই ১৮টি অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়ার অপর এক পূর্বাভাসে জানানো হয়, চলতি সপ্তাহে দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে।

Exit mobile version