ডিপি ডেস্ক :
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোররাতে ফেনীর মথুয়া সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর যশপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৯১ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৭ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং বৈধ কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন তাদের কাছে রয়েছে। তারা অতীতে চোরাপথে ভারতে পাড়ি জমিয়েছিল কর্মসংস্থানের জন্য। বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ এদিন সকালে তাদের জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠায়।
ঘটনার পর ৪ বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফকে মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছেন। ব্যাটালিয়ন কমান্ডারের পক্ষ থেকেও প্রতিবাদলিপি পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, তারা এখন পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে।
আটক বাংলাদেশিদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.