
কুষ্টিয়া প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় কুষ্টিয়া শহরস্থ ধোয়া রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর আমীর মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য খন্দকার এ কে এম আলী মহসীন।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, ইসলামী বক্তা মুফতি আমীর হামজা।
তিনি বলেন মানব কল্যাণে আমাদের জীবন যাতে উৎসর্গ হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সুধীর কুমার শর্মা প্রমুখ।
এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, গৌরাঙ্গ সংঘ বাংলাদেশের সংঘ্যাচার্য্য রতন লাল মৈত্র, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, বাংলাদেশ ব্লাম্মন সংসদ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অমিত বাগচী, ইসকন কুষ্টিয়ার অধ্যক্ষ বৈষ্ণবানন্দ দাশসহ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.