Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির আহমেদ উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি পেশায় ডেকোরেশন শ্রমিক ছিলেন।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষক্রিয়ায় তার শরীরে জ্বালা-যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন সাব্বিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে বিষক্রিয়ায় সাব্বির নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version