
ডিপি ডেস্ক :
রাজশাহীর দুর্গাপুরে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে পেয়ারা বাগানে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শুক্রবার (২০ জুন) দিনগত রাত ১২টার দিকে পাবনার আতাইকুল থানার গায়েশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২১ জুন) র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবকের নাম রাশেদ মিয়া (৩০)। তিনি জেলার দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের রমজান মন্ডলের ছেলে।
র্যাব জানায়, দুর্গাপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে দীর্ঘ দিন থেকে নানান ধরনের ভয়-ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল রাশেদ। গত ২৭ মে রাতে ওই কিশোরী তার চাচার বাড়িতে তরকারি দিয়ে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা আসামি রাশেদ ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে। এরপর কাঠালবাড়িয়া গ্রামের মুনবর শাহের পেয়ারা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কিশোরীকে হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় পরবর্তীতে গত ২৮ মে ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১৮, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী ২০২০)-এর ৯(১)/৩০।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, রাশেদকে প্রথমে থানা হেফাজতে নেওয়া হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.