অনলাইন ডেস্ক :
সম্প্রতি আবার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই করোনা। ফিরেছে নতুন রূপে। ইতোমধ্যে দেশে বেশি কিছু ব্যক্তির শরীরে কোভিড ধরা পড়েছে। তাই এ–সম্পর্কিত সতর্কতা ও নির্দেশিকাগুলো জানা জরুরি।
কোভিড–১৯–এর এই নতুন উপধরন অমিক্রন এক্সবিবি দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। বলা হচ্ছে, এই রূপটি পূর্ববর্তী রূপগুলোর তুলনায় বেশি সংক্রামক। অনেক ক্ষেত্রে রোগটি কোনো সাধারণ লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না কিন্তু শরীরের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে থাকে।
অমিক্রন এক্সবিবি হলো একটি রিকম্বিন্যান্ট সাবভেরিয়েন্ট, যা দুটি অমিক্রন স্ট্রেনের সংমিশ্রণে গঠিত।
১.পূর্ববর্তী রূপগুলোর তুলনায় দ্রুত ছড়াতে পারে।
২.কখনো কখনো প্রচলিত পরীক্ষায় ধরা না ও পড়তে পারে (ফলস নেগেটিভ টেস্ট আসে)
৩.ক্ল্যাসিক্যাল লক্ষণ বা উপসর্গ নাও হতে পারে।
অনেক রোগীর কাশি বা জ্বরের মতো সাধারণ লক্ষণ দেখা যায় না। এর কিছু লক্ষণ হলো---
১.গিঁটে ব্যথা
২.মাথাব্যথা
৩.গলাব্যথা
৪.পিঠে ব্যথা
৫.ক্লান্তি
৬.ক্ষুধা হ্রাস
৭.হালকা থেকে মাঝারি শ্বাসকষ্ট
৮.নিউমোনিয়া
অনেক ক্ষেত্রেই নাকের সোয়াব পরীক্ষা করে এই উপধরনের ভাইরাস পাওয়া যায় না। তবে বুকের এক্স-রে বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে।
বর্তমান তথ্য–উপাত্ত বলছে, যদিও অমিক্রন এক্সবিবি (XBB) দ্রুত ছড়িয়ে পড়ে, তবু এটি উচ্চ মৃত্যুহারের সঙ্গে সম্পর্কিত নয়। তবে বয়স্ক ব্যক্তি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, অথবা দীর্ঘমেয়াদি রোগ আছে (যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ) এমন ব্যক্তিরা গুরুতর জটিলতার মুখোমুখি হতে পারেন।
তাই করোনা প্রতিরোধে সবারই সাবধানে থাকা উচিত। মাস্ক পরিধান করুন, জন সমাগম হয় এমন স্থান এড়িয়ে চলুন। কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.