ডিপি ডেস্ক :
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ বছর বয়সী এক শিশু এবং এক নারী (৪৫) রয়েছেন। গতকাল শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিষয়টি আজ রবিবার দুপুরে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের করোনার দৈনিক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। এর মধ্যে নগরে ১১ জন ও জেলায় ১ জন।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ জন। এর মধ্যে নগরে ৬৬ জন ও জেলায় ৮ জন।
এ পর্যন্ত করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন জেলার বাসিন্দা এবং একজন নগরের বাসিন্দা।

