ডিপি ডেস্ক :
রাজশাহীর পুঠিয়ায় বসতবাড়ি থেকে ১৫ কেজি গাঁজার গাছসহ মাদক কারবারি আবুল কালাম আজাদ (৫৫)-কে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার সময় উপজেলার জিউপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক। গ্রেপ্তার পুঠিয়ার জিউপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, নিজ বসতবাড়ির আঙ্গিনায় ঘর-বাড়ি ও গাছপালার আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বৃহদাকার গাছ রোপণ ও পালন করেছেলিন আবুল কালাম আজাদ। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করে হাতেনাতে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার বাড়িতে অভিযান পরিচালনা ঘরের ভেতরে শুকানো গাঁজার পাতা পাওয়া যায়। সেই সঙ্গে তাকে মাদক সেবন করতেও দেখা যায়।
এ ছাড়াও গাজা প্রস্তুত ও সেবনের অন্যান্য উপকরণ পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার গাছের ওজন ১৫ কেজি।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন যাবত মাদক সেবন, বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের নিকট বিক্রি করে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ রোপণ, চাষাবাদ ও পরিচর্যা করে আসছিল। আজ রবিবার তার বিরুদ্ধে মাদক আইনে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.