ডিপি ডেস্ক :
চুয়াডাঙ্গায় ফেনসিডিল পরিবহন করায় মোহাম্মদ ইসরাফিল (৩০) নামের এক আলমসাধু (ভটভটি) চালকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসরাফিল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের ওসমান গণির ছেলে।
এজাহারে উল্লেখিত অপর দু’জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ আগস্ট গোপন সংবাদে দামুড়হুদার উজিরপুর মাদ্রাসার সামনে থেকে বিচালী বোঝাই আলমসাধুসহ চালক ইসরাফিলকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় বিচালি গাদার মধ্যে থেকে উদ্ধার হয় ১০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল। এ ঘটনায় ইসরাফিলের সাথে থাকা অপর দু’জন পালিয়ে যায়।
মামলার তদন্ত শেষে দামুড়হুদা থানা পুলিশ একই বছর ১৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে। এতে ইসরাফিলকে প্রধান আসামী এবং ফরজ আলী ও আশরাফুল ইসলাম নামের দু’জনকে পলাতক আসামী উল্লেখ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট মানজার আলী বলেন, মামলার প্রধান আসামী ইসরাফিলের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
এ মামলার অপর দুই আসামী ফরজ আলী ও আশরাফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.