এসকে, কুষ্টিয়া :
কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় অত্র জেলাধীন আজ সোমবার (২৩ জুন ২০২৫ খ্রি.) কুষ্টিয়া মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সালামী গ্রহণ করেন এবং সালামী প্যারেড পরিদর্শন করেন। অতঃপর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। এসময় তিনি অফিসার/ফোর্সদের বিভিন্ন সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ করেন এবং বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সাথে পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়াসহ থানায় নিয়োজিত অফিসার ও ফোর্সবৃন্দ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.