অনলাইন ডেস্ক :
দেশের বাজার দর সহজেই জানতে একটি অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এর ফলে সহজেই সারা দেশের বাজারদর জানা যাবে।
আজ সোমবার (২৩ জুন) সকালে বাজারদর শীর্ষক এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাপটির মাধ্যমে যেকোনো জায়গা থেকে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারের পণ্যের সর্বোচ্চ দর জানা যাবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে ড্যাফোডিল ইনিস্টিউট অব আইটি এই অ্যাপটি তৈরি করে দিয়েছে ।
অ্যাপটির নির্মাতা ইব্রাহিম বলেন, পণ্য বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধ এবং অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপটি। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে। যেকোনো অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ।
ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও অ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, পণ্য প্রকৃত সর্বোচ্চ দাম ভোক্তার জানা থাকলে ধীর ধীর এসংক্রান্ত প্রতারণা কমে আসবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.