ডিপি ডেস্ক :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় বাইকের ধাক্কায় ট্রাকের নিচে পড়ে এক পুলিশ কনস্টেবল পা হারিয়েন। ওই কনস্টেবলের নাম আলাউদ্দিন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন। তার বাড়ি নোয়াখালী জেলায়।
গতকাল রবিবার (২২ জুন) ভোর ৬টার দিকে উপজেলার হাজিরাস্তার মাথায় সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে লোহাগাড়া উপজেলার হাজিরাস্তার মাথায় সিএনজি পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে পুলিশ সদস্যরা নিয়মিত তল্লাশি করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল থামানো হয়। তখন একটি মোটরসাইকেলের চালক সিগন্যাল অমান্য করে পালিয়ে যান।
পরে অপর মোটরসাইকেল চালক পালানোর সময় পুলিশ সদস্য আলাউদ্দিনকে ধাক্কা দেয়। ঠিক ওই সময় রাস্তা দিয়ে একটি বালু ভর্তি ট্রাক যাচ্ছিল। তখন বাইকের ধাক্কায় তিনি ট্রাকের চাক্কার নিচে পড়ে যান। পরে অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ দিকে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের একটি অস্থায়ী তল্লাশিচৌকিতে কক্সবাজার থেকে লোহাগাড়ার দিকে আসা দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। সামনের মোটরসাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পেছনের মোটরসাইকেলটি মহাসড়কের পশ্চিম পাশে প্রথমে থামে। পরে সুযোগ বুঝে হঠাৎ দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত একজন পুলিশ সদস্য পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেন।
এতে দুই আরোহীসহ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তার ডান পা চট্টগ্রামগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে।
লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, ট্রাকের নিচে চাপা পড়ে ওই পুলিশ সদস্যের ডান পা থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের মোবাইল ফোনে বার বার কল করেও তাকে পাওয়া যায়নি। এ কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.