ডিপি ডেস্ক :
ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে গণি খাঁ (৫০) নামে এক শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খার ছেলে।
রায় ঘোষণার সময় আসামি থাকায় পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, জেলার নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের গণি খার (৫০) ছেলে প্রবাসে থাকার সুযোগে ২০১৯ সালের ২০ এপ্রিল শ্বশুরের ধর্ষণের শিকার হয়।
এক পর্যায়ে গনি খার পুত্রবধূ গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে একই বছরের ২৮ জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূর ভগ্নিপতি (বোন জামাই)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাতে পুত্রবধূ ঘুমিয়ে পড়লে তার ঘরে প্রবেশ করে গণি খা। এ সময় ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। কিছুদিন পরে ওই গৃহবধূ শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হলে গৃহবধূ ওই রাতে কথা পরিবারকে জানান।
এ ব্যাপারে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনাটি প্রমাণিত হলে বিচারক রায় ঘোষণা করেছেন।
এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে, সমাজে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ রক্ষা পাওয়ার সুযোগ নেই।

