Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১৯ জন

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯ জনের দেশে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে নতুন প্রাণহানির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এরমধ্যে ১১ জনই নারী। বাকি ৮ জন পুরুষ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ।

এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

Exit mobile version