এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায়, অভিমানে ছাত্রীর আত্মহনন
S K
ডিপি ডেস্ক :
রাজশাহী দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শাকিলা খাতুন (২০) নামের এক ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।শাকিলা ওই গ্রামের আবু হেনার মেয়ে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় শাকিলা খাতুন ধরমপুর মহাবিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন।
তিনি যথাসময়ে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে যান। পরীক্ষা শেষে মন খারাপ করে বাড়ি ফিরেন। এ সময় তার বাড়ির লোকজন তান মন খারাপ দেখে পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা ভালো হয়নি। পরে তার পরিবারের লোকজন তাকে বকাবকি করেন।এরপর তিনি অভিমান করে সবার অগোচরে বাড়িতে থাকা ফসলে প্রয়োগ করা বিষ পান করেন। এরপর তার পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, আত্মহত্যার অভিযোগ পেয়েছি।ঘটনাস্থলে অফিসার যাচ্ছে। তদন্ত করে দেখার পরে ব্যবস্থা নেওয়া হবে।