

অনলাইন ডেস্ক :
ইসরায়েল উত্তর গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বুধবার ত্রাণবাহী ট্রাকে মুখোশধারী ব্যক্তিদের ছবি ছড়িয়ে পড়ে, যাদের হাতে রাইফেল ও লাঠি ছিল। ইসরায়েলের দাবি, হামাস ত্রাণ চুরি করছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার রাতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাথে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তিনি সেনাবাহিনীকে দুই দিনের মধ্যে একটি পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন যাতে হামাস ত্রাণের নিয়ন্ত্রণ নিতে না পারে।তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ত্রাণের কোনো ট্রাক লুট করেনি।
গাজার প্রভাবশালী গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী উপজাতীয় বিষয়ক উচ্চ কমিশন জানিয়েছে, ‘কেবলমাত্র উপজাতীয় প্রচেষ্টার মাধ্যমে’ পরিচালিত সাহায্য সুরক্ষা প্রক্রিয়ার অংশ হিসাবে ট্রাকগুলো সুরক্ষিত করা হয়েছে। হামাস এই প্রক্রিয়ায় অংশ নেয়নি।
ফিলিস্তিনি বেসরকারি সংস্থাগুলোর জন্য পরিচালিত ছায়া সংস্থার পরিচালক আমজাদ আল-শাওয়া বলেছেন, বুধবার গোষ্ঠীগুলোর মাধ্যমে সুরক্ষিত ত্রাণ দুর্বল পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে।
ইসরায়েলের প্রায় দুই বছরের সামরিক অভিযানের ফলে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দার বেশিরভাগই বাস্তুচ্যুত হওয়ার পর খাদ্য এবং অন্যান্য মৌলিক সরবরাহের তীব্র ঘাটতির মধ্যে রয়েছে।