Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু শনিবার

অনলাইন ডেস্ক :

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার (২৮ জুন)। এদিন প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ভর্তির ফরম ডাউনলোড করতে পারবেন।

ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় এক যুগ পরে গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। তারা আগামী ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। 

এরপর সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

Exit mobile version