Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ জন

যশোর প্রতিনিধি :

 

যশোরে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায় এবং শহরের শংকরপুর গোলপাতা মসজিদের সামনে।

নিহত যুবকের নাম শিহাব সিকদার (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা এবং জিল্লুর শিকদারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শিহাব মোটরসাইকেলযোগে যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

অন্যদিকে, একইদিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদের সামনে আরো একটি দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে সিফাত (১৬) এবং আরিফ হোসেনের ছেলে সিজান (১৮) মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে একটি অজ্ঞাত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, নিহত শিহাবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।আহত দুই তরুণকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

Exit mobile version