Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গাজায় অপুষ্টিতে ভুগছে অন্তত ১৭ হাজার শিশু

অনলাইন ডেস্ক :

 

যুদ্ধবিধ্বস্ত গাজার একটি চিকিৎসা সহায়তা হাসপাতালের পরিচালক আলজাজিরার এক সাংবাদিককে জানিয়েছেন, গাজায় শিশুদের অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠছে। উপত্যকাটিতে অন্তত ১৭ হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার আলজাজিরার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আলজাজিরার ওই সাংবাদিককে তিনি আরো জানিয়েছেন, এ বিষয়ে যদি কোনো প্রকার হস্তক্ষেপ না হয় তাহলে পুষ্টিহীনতার কারণে অনেক শিশু মারা যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

চিকিৎসা ব্যবস্থায় সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘কর্মী, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শিশুদের জন্য দুধ ও ওষুধ পাঠানোর ব্যাপারে চাপ প্রয়োগ করা বর্তমানে জরুরি হয়ে পড়েছে।’

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ১৭ হাজারের বেশি শিশু মারা গেছে বলে জানিয়েছে গাজা সরকারী দপ্তর।সূত্র : আলজাজিরা

Exit mobile version