অনলাইন ডেস্ক :
২১ দিনের টানটান উত্তেজনার পর শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্ব। ৩২ দলের এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে ১৬ দল, বাকি ১৬ দল উঠেছে নকআউট পর্বে।
বিশ্বসেরা ক্লাবগুলোর আসরে প্রত্যাশিতভাবেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো হেভিওয়েটরা। তবে গ্রুপপর্বেই বিদায় নিতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, রেড বুল সলজবুর্গ ও পোর্তোর মতো দলকে।
চমক দেখিয়েছে ব্রাজিলের ক্লাবগুলো। অংশ নেওয়া চারটি ক্লাব পালমেইরাস, ফ্লেমেঙ্গো, বোতাফোগো ও ফ্লুমিনেন্স- সবাইই জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। পালমেইরাস ও ফ্লেমেঙ্গো নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে, বোতাফোগো ও ফ্লুমিনেন্স এসেছে রানার্সআপ হয়ে।
এক নজরে দেখে নিন শেষ ষোলতে কে কার প্রতিপক্ষ-
পালমেইরাস-বোতাফোগো (২৮ জুন, রাত ২টা)বেনফিকা-চেলসি (২৮ জুন, রাত ১০টা)পিএসজি-ইন্টার মিয়ামি (২৯ জুন, রাত ১০টা)ফ্লেমেঙ্গো-বায়ার্ন মিউনিখ (২৯ জুন, রাত ২টা)ইন্টার মিলান-ফ্লুমিনেন্স (৩০ জুলাই, রাত ১টা)ম্যানচেস্টার সিটি- আল হিলাল (১ জুলাই, ভোর ৭টা)রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস (১ জুলাই, রাত ১টা)বরুশিয়া ডর্টমুন্ড-মন্টেরে (২ জুলাই, ভোর ৭টা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.