যশোর প্রতিনিধি :
যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা ধসে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড-এর নির্মাণাধীন নয়তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। ভবনটির জমির মালিক যশোর আদালতের সাবেক জিপি প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বাহাউদ্দীন ইকবাল।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মজমপুর এলাকার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম (৩৪) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর এলাকার শ্রমিক নুরুজ্জামান (৪৫), পিতা মৃত রমজান আলী।
প্রত্যক্ষদর্শী শ্রমিক রমজান আলী, স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগমসহ কয়েকজন জানান, খড়কি সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিলে নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় কাজ চলছিল। হঠাৎ করেই বারান্দার একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে দুই ইঞ্জিনিয়ার ও এক শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিরুল ইসলাম তিনজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোর কোতয়ালী থানার ওসি আবুল হাসনাত খান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। এ বিষয়ে তদন্ত চলছে। নিহত তিনজনের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

