ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে হাইভোল্টেজ ম্যাচ, কবে দেখে নিন

অনলাইন ডেস্ক :

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর শেষ ষোলোর সব ম্যাচ শেষে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালের জমজমাট লাইনআপ। এখন শুরু হতে যাচ্ছে শেষ আটের লড়াই, যেখানে একাধিক হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে ফুটবল ভক্তদের জন্য।

এবারের কোয়ার্টার ফাইনালে অন্যতম আকর্ষণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পুনরাবৃত্তি—বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে ২০২০ সালের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। পাঁচ বছর আগে সেই ফাইনালে জয় পেয়েছিল বায়ার্ন, এবার পাল্টা জবাব দিতে মরিয়া পিএসজি।

ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান এবং ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মধ্যকার সম্ভাব্য রিম্যাচ নষ্ট করে দেয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। আর এরপর চমক দেখিয়ে আল হিলাল হারায় ম্যানসিটিকে। ফলে ফ্লুমিনেন্স ও আল হিলালের মুখোমুখি হবে কোয়ার্টারে।

ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র প্রতিনিধি হিসেবে কোয়ার্টার ফাইনালে আছে চেলসি। তাদের প্রতিপক্ষ ব্রাজিলের শক্তিশালী ক্লাব পালমেইরাস।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পুনরায় সাক্ষাতে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে উঠে এসেছে। এবার তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, যারা মন্টেরেকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

কোয়ার্টার ফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
৪ জুলাই, শুক্রবার
ফ্লুমিনেন্স বনাম আল হিলাল – রাত ১টাপালমেইরাস বনাম চেলসি – সকাল ৭টা
৫ জুলাই, শনিবার
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ – রাত ১০টারিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড – রাত ২টা
সেমিফাইনাল:
৮ জুলাই, মঙ্গলবার – রাত ১টা৯ জুলাই, বুধবার – রাত ১টা
ফাইনাল:
১৩ জুলাই, রবিবার – রাত ১টাভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *