ডিপি ডেস্ক :
সাতক্ষীরার শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় একটি বাড়ি থেকে সাড়ে ৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা চুরি হয়েছে। অন্য বাড়ির সবাই অসুস্থ থাকায় সে বাড়ি থেকে কি চুরি হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
শ্যামনগর হাসপাতালে ভর্তি অজ্ঞান ব্যক্তিরা হলেন,বাদঘাটা গ্রামের দেবীরঞ্জন মন্ডল (৬৫), দেবীরঞ্জনের স্ত্রী শিখা রানী মন্ডল (৫০), বোন সুমিতা রানী মন্ডল (৪৫), মেয়ে শিউলী মন্ডল (৩০) এবং অপর পরিবারের চিত্তরঞ্জন মন্ডল (৬৭) ও তার স্ত্রী নীলিমা রানী মন্ডল (৫৫)।
এ বিষয়ে দেবীরঞ্জনের জামাতা পলাশ মজুমদার জানান, তাদের বাসা থেকে ২ ভরি ওজনের সোনার কানের দুল দুই জোড়া, ২ ভরি ওজনের সোনার পাটি হার ১টি, ৪ ভরি ওজনের সোনার চেইন ৩টি, দেড় ভরি ওজনের সোনার আংটি ৪টি এবং নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে ।
তবে পার্শ্ববর্তী চিত্ত রঞ্জনের পরিবারের দুইজন সদস্যের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বাসা থেকে কি কি চুরি হয়েছে তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আমি নিজে ঘটনার স্থল পরিদর্শন করেছি।
ইতোমধ্যে তথ্য উদঘাটনের কাজ চলছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনানানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.