সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৫৪২ জন

অনলাইন ডেস্ক :

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নানা ধরনের অস্ত্রসহ মোট ১ হাজার ৫৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১০৯ জন ও অন্যান্য অপরাধে ৪৩৩ জন জড়িত রয়েছে।
শনিবার (৫ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৪২ জন আসামিকে গ্রেফতার করেছে। 

এসময় একটি এসএমজি, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬১ রাউন্ড রাইফেলের গুলি ও ৮ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *