

ডিপি ডেস্ক :
মাদারীপুরের কালকিনিতে পাটখেত থেকে এলজিইডির সাবেক অফিস সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি থেকে উদ্ধার করা হয় আব্দুল জলিল শিকদারের লাশ। নিহত আব্দুল জলিল কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে ও কালকিনি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডি অফিসে অফিস সহকারী ছিলেন।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শনিবার দুপুরে ওই এলাকার একটি পাটখেতে আব্দুল জলিল শিকদারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠান।
নিহতের পরিবার থেকে এটি হত্যাকাণ্ড দাবি করলেও এরইমধ্যে ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।