Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চট্টগ্রামে প্রথমবার ২ জিকা রোগী শনাক্ত

ডিপি ডেস্ক :

প্রথমবারের মতো চট্টগ্রামে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মধ্য বয়সী এক পুরুষ ও এক নারীর শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষায় জিকা ভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা এবং শরীর লালচে হওয়া— এই উপসর্গ দেখা গেছে। অপরদিকে, আক্রান্ত নারী জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যায় ভুগছেন। তারা এপিক হেলথকেয়ারের ল্যাবে পরীক্ষা করান। সেখানে রোগীদের রক্তে জিকা ভাইরাসের অস্তিত্বের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। তবে যেহেতু এটি একটি কম্বাইন কিটের মাধ্যমে করা হয়েছে, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়— তাই চূড়ান্ত নিশ্চিতকরণে আরও কিছু পরীক্ষা প্রয়োজন।

তিনি আরও বলেন, জিকা ভাইরাস ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনসের (আইএইচআর) তালিকাভুক্ত রোগ হওয়ায় এটি নিশ্চিত করবে আইইডিসিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বিভাগ। তাদেরকে আমরা জানিয়েছি। তারা নিশ্চিত করলে তখন আমরা জিকা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে পারব।

এ প্রসঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরের বেসরকারি এপিক হেলথ কেয়ার ল্যাবে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। আমরা তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি। মঙ্গলবার থেকে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় ২০১৪ সালে। তবে এবারই প্রথম চট্টগ্রামে এই রোগ শনাক্ত হলো, যা স্থানীয়ভাবে জনস্বাস্থ্য সতর্কতার বিষয় হয়ে উঠেছে।

জনসাধারণকে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Exit mobile version