অনলাইন ডেস্ক :
শুধু ঘুমিয়েই আয় ৯ লাখ টাকা—অবিশ্বাস্য হলেও সত্যি! ভারতের পুনের তরুণী পূজা মাধবওবাহাল ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামে অভিনব এক প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়ে জিতেছেন ৯.১ লাখ রুপি।
কী এই ‘স্লিপ ইন্টার্নশিপ’?
বেঙ্গালুরুর ওয়েক‑ফিট নামে একটি প্রতিষ্ঠান ঘুমভিত্তিক গবেষণার অংশ হিসেবে প্রতি বছর আয়োজন করে এই প্রতিযোগিতা। নির্বাচিত ১৫ জন অংশগ্রহণকারীকে নির্দিষ্ট নিয়মে একটি মনিটর করা কক্ষে দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমাতে হয়। তাঁদের হৃদ্স্পন্দন, স্ট্রেস‑স্তরসহ ঘুমের মান পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞরা। সেরা পারফরমার পাচ্ছেন মোটা অঙ্কের পুরস্কার, আর বাকি ১৪ জন পেয়েছেন ১ লাখ রুপি করে সম্মাননা।
অংশ নেয়ার শর্ত
ন্যূনতম বয়স ২২ বছর।আবেদনপত্র (Application Form) সম্পূর্ণ পূরণ করতে হবে; ভুল বা ফাঁক থাকলে বাতিল।একবারের বেশি আবেদন করা যাবে না এবং আগের মৌসুমের আবেদনকারীরা পুনরায় আবেদন করতে পারবেন না।আয়োজক প্রতিষ্ঠানের কর্মী বা তাঁদের পরিবারের সদস্যেরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পূজা জানান, নিয়মিত ও গভীর ঘুম যে কত গুরুত্বপূর্ণ, সেটাই এখান থেকে শিখলাম; সঙ্গে পেলাম বিশাল পুরস্কার।সূত্র: হিন্দুস্তান টাইমস
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.