Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ জনের মৃত্যু,আক্রান্ত ৮

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরো ৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩.৪২ শতাংশ।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৬৫১ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৩ জন নারী ও ১২ জন পুরুষ।

Exit mobile version