ডিপি ডেস্ক :
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে স্বর্ণ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
বিএমপি পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে নগরীর ০৩ নং ওয়ার্ডস্থ টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ান এর মাজারের সামনে মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরির্দশক ছগির হোসেন এর নেতৃত্বে অভিযান চলাকালে স্বর্ণ প্রতারক চক্রে ৩ সক্রিয় সদস্যদের আটক করা হয়।
সূত্রে আরো জানা গেছে, জনৈক মো: সোহরাব হোসেন গাজীর কাছে স্বর্ণ বিক্রি করবে বলে জানায় প্রতারক চক্র। এই স্বর্ণ দেখিয়ে তার কাছ থেকে ২ লক্ষ টাকা আত্মসাৎ করে চক্রটি।
এসময় ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক ছগির হোসেন অভিযোগ কারীর দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে তাদের কাছ থেকে প্রতারণা মূলক ভাবে স্বর্ণ সাদৃশ্য ঘোড়ার ও হরিনের মুর্তি ০২ (দুই) টি, লোকনাথের মুর্তি ০২ (দুই) টি, মনষা মূর্তি ০১ (এক) টি, হাতের বালা ১৯ (উনিশ) টি, হাতের চুরি ছোট বড় ১৮(আঠের) টি, কানের চাপা দুল ২০(বিশ) টি, কানের ঝুমকা বড় ০৫ (পাঁচ) টি, কানের ঝুমকা ছোট ২০ (বিশ) টি, কানের দুল বড় ০৫(পাঁচ) টি, গলার লকেট বড় ০৫ (পাঁচ) টি, ব্রঞ্জ ০৩ (তিন) টি, কানের ছোট দুল ০৩ (তিন) টি, গলার চেইন চিকন- মোট ছোট-বড় ৯৫ (পঁচানব্বই) টি, চুলের খোপার ঝুমকা ২৫(পঁচিশ) টি, পায়ের নুপুর ০২(দুই) টি, আংটি ০১ (এক) টি, নেকলেস ০১(এক) টি উদ্ধার করে।
আটককৃতরা হলেন অভিযুক্ত ০১ । মোঃ রিয়াজ হাওলাদার(৪৫), পিতা- ওহাব হাওলাদার, সাং- দক্ষিন রাফিয়াদী, চাঁদপাশা, ০২ নং ইউপি, থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশাল, ০২। শ্যামল হাওলাদার(৭৩), পিতা- মৃত বিষেশ্বর হাওলাদার, ০৩। মো: মনির মজুমদার(৪৪), পিতা- মৃত সাহেদ মজুমদার, উভয় সাং- চরকাউয়া, ০২ নং ওয়ার্ড, ০৭ নং ইউপি, থানা- বন্দর, জেলা- বরিশাল।
তাদের বিরুদ্ধে কাউনিয়া থানা মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরির্দশক ছগির হোসেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.