ডিপি ডেস্ক :
মানিকগঞ্জের দৌলতপুরে পরকীয়ার অভিযোগে নারী ও পুরুষকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতে অভিযুক্ত নারীর ঘরে অন্তরঙ্গ অবস্থায় তাদের আটক করে এলাকাবাসী।
অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের বাসিন্দা মিরাজুল ইমলাম মনজেল।
তিনি দুই সন্তানের জনক। অপরদিকে অভিযুক্ত নারীও দুই সন্তানের জননী। তার স্বামী প্রবাসে থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস।তিনি জানান, আমরা বিষয়টি নিয়ে সামাজিকভাবে বসেছিলাম। দুই পরিবারে লোকজনের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত নারীর স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই নারীকে সংসারে ঠাঁই দেবে না বলে জানিয়েছেন। অপর দিকে অভিযুক্ত মিরাজুল ইসলাম মনজেল ওই নারীকে বিয়ে করতে রাজি হয়েছে।
তার স্ত্রীও এই বিয়েতে সম্মতি দিয়েছেন। আইনগত জটিলতা না থাকলে দুজনের মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তবে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকাবাসী এই বিষয়ে মীমাংসা করার চেষ্টা করছেন। তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।
তবে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.