ডিপি ডেস্ক :
মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে স্বামীর শাবলের আঘাতে সোনালী খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিহত সোনালী খাতুন (৩৮) তালখড়ি ইউনিয়নের ছান্দাড়া গ্রামের লতিফ মণ্ডলের মেয়ে। অভিযুক্ত স্বামী মিজানুর পলাতক রয়েছেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া জানান, সম্প্রতি চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজে যোগ দেন মিজানুর। গতকাল শুক্রবার রাতে স্ত্রী ফোন রিসিভ করতে দেরি করায় ক্ষুব্ধ হয়ে তিনি আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়িতে ফেরেন। এরপর ঘরের দরজা না খোলায় তিনি দেয়াল টপকে ভেতরে ঢুকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা লোহার একটি শাবল দিয়ে সোনালীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, সোনালী খতিুনের মেয়ে মদিনা খাতুনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে মিজানুর পালিয়ে যান। খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোনালীর মরদেহ ঘরের মেঝেতে থেকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রতিবেশীরা জানান, ২০ বছর আগে মিজানুরের সঙ্গে সোনালীর বিয়ে হয়।তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। অনেক বছর ধরেই মিজানুর তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

