ডিপি ডেস্ক :
ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগকর্মী বাবলুর রহমান ওরফে ঘ্যানাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সেনাবাহিনী, র্যাব এবং কালীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বাবলুর রহমান ওরফে ঘ্যানা গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।
সর্বশেষ গত ১ জুন জামাল ইউনিয়নে বিএনপিকর্মী আপন দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি হওয়ায় ঘ্যানা পালিয়ে ছিলেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
গতকাল শুক্রবার রাতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।

