Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় পৌরসভার গেটের প্রবেশ পথে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

এসকে, কুষ্টিয়া :

কুষ্টিয়া পৌরসভায় পরিচ্ছন্ন কর্মীদের বেতন-বোনাস বৃদ্ধির দাবিসহ চার দফা দাবিতে গেটের সামনে প্রবেশ পথে ময়লা-আবর্জনা ফেলে কর্মবিরতি।

বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পৌর পরিচ্ছন্নতা কর্মীরা। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মবিরতি পালন করেন তারা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। একজন দিনমজুরের দিন হাজিরা ৫০০ টাকা। কিন্তু তারা ময়লা আবর্জনার কাজ করেও হাজিরা পান ২৭৫ টাকা। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে আজ পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করে তারা।

এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে জানান তারা।

Exit mobile version