অনলাইন ডেস্ক :
মেজর লিগ সকারে (এমএলএস) গোলের বন্যা বইয়ে দিচ্ছেন লিওনেল মেসি। এবারও পিছিয়ে থাকলেন না। ন্যাশভিল এসসির বিপক্ষে জোড়া গোল করে আবারও ইতিহাস গড়লেন আর্জেন্টাইন কিংবদন্তি। আর তাঁর এই নৈপুণ্যে ২-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি, যা দলের টানা পঞ্চম জয়।
গত সপ্তাহেই এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার লিগ ম্যাচে একাধিক গোল করেছিলেন মেসি। এবার সেটাকে পাঁচ ম্যাচে নিয়ে গেলেন। এমন ধারাবাহিকতা আগেরবার দেখা গিয়েছিল ২০১২ সালে, বার্সেলোনার জার্সিতে লা লিগায়।
এই জয়ে ইন্টার মায়ামি উঠেছে সাপোর্টার্স শিল্ড টেবিলের পঞ্চম স্থানে। লক্ষ্য এখন শিরোপা ধরে রাখা। ম্যাচ শেষে মেসির গোল সংখ্যা দাঁড়াল ১৬-তে, মাত্র ১৬ ম্যাচে। গোলদাতার তালিকায় তিনি যৌথভাবে শীর্ষে রয়েছেন ন্যাশভিলের স্যাম স্যারিজের সঙ্গে।
ম্যাচের ১৭ মিনিটেই ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন মেসি। বাঁ পায়ের নিচু শটে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ও গোলরক্ষক জো উইলিসকে পরাস্ত করে বল পাঠান জালে। এটি তাঁর ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল, ইন্টার মায়ামির হয়ে ষষ্ঠ।
এটি ছিল টানা ষষ্ঠ এমএলএস ম্যাচে গোল করার কীর্তিও। এক ম্যাচ দূরে তাঁর এমএলএস ক্যারিয়ারের সেরা স্ট্রিক (৭ ম্যাচ) থেকে। ম্যাচের ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক উইলিসের ভুল পাস কুড়িয়ে নেন মেসি। এরপর গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন।
মেসির প্রথম গোলের পর ম্যাচে সমতা ফেরায় ন্যাশভিল। অ্যান্ডি নাজারের অসাধারণ ক্রসে হানি মুখতার হেড করে গোল করেন। ম্যাচে ফেরার চেষ্টা চালায় তারা। তবে শেষ পর্যন্ত মেসির দ্বিতীয় গোলই ব্যবধান গড়ে দেয়। ন্যাশভিল এই ম্যাচের আগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত ছিল, যা তাদের ক্লাব ইতিহাসের সেরা সময়। সেই ধারাবাহিকতাতেও এবার ছেদ পড়ল।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়ন ও সিনসিনাটির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে মেসির মায়ামি। এখন পিছিয়ে মাত্র পাঁচ পয়েন্টে, সঙ্গে তিনটি ম্যাচ হাতে রয়েছে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে। মেসির গোল উৎসব যদি চলতেই থাকে, তাহলে এমএলএসেও শিরোপা ধরে রাখার পথে বড় বার্তা দিয়ে রাখল ইন্টার মায়ামি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.