বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি  :  বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিকস এসোসিশনের নিবার্হী পরিষদের এক আলোচনা বঙ্গবন্ধ জাতীয় ষ্টেডিয়াম  এ্যাথলেটিকস ফেড়ারেশনের সভা  কক্ষ  সভাপতি করেন ফেড়ারেশনের সিনিয়ার সহসভাপতি  ও সভাপতি জনাব এ্যডঃনরুউদ্দিন চৌধুরি নয়ন স্বাগতিক  বওব্য  সভায় আরো বওব্যদেন কায্যকরি সভাপতি তোফাজেল হোসেন সহসভাপতি  শাহ আলম নজির আহমেদ মল্লিক  সাধারন সম্পাদক মো ইকবাল হোসেন মো আলহাজ্ব মো আমজাদ আলী খান যুগ্নসাধারন সম্পাদক এস এম সারফত হোসের কোষাধ্যাক  মহিউদ্দিন আহমেদ মোস্তাক   নিবার্হী সদস্য মিজানুর রহমান মো ফরিদ উদ্দিন খান  মো মামুন মো শাহিন নেলীজেসমীন শিরিন আওার আসমা ইয়ামিন,  অনু, বেলী, সভাপতি আলোচ্য সুচীর উপর দীঘআলোচনা করেন ১।গত সভার সিন্তাত   অনুমোদন করেন  ২। ৩য় মাস্টার্স আয় ব্যয় হিসাব দাখিল করেন তাহা অনুমোদন করেন  ৩। ভারতে পচ্মিবঙ্গ  খেলতে যাও খেলোআরদের নামের তালিকা অনুমোদন করেন  বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। আগামী ১৪,১৫.১৬ তারিখে বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিকস দল খেলেতেযাবে ৪। গঠতন্ত  কফি সকলসদস্য সরবরাহ করা প্রস্তাব গৃহীত হয় ৫। মাস্টার্স দিল্লী খেলেতে গেলে হিসাবে কিছু অনিয়ম কথা বলে অভিযোগ ওঠে উপস্হিত সারফত হোসের বওব্য মামুন  অন্য বওব্য ফলে  বুঝায়াই যে বিষয়টি সঠিক  না ভুলতথ্য সত্যতা প্রমান পাওয়া  যাই নাই
৬। সভাপতি বলে বতমান ব্যাংকে যে ৩লক্ষ ৭০ হাজার টাকা জমা আছে গত মিটিং প্রস্তাব অনুযাই যাজারা ঘোঘনা দিয়েন তাহা রা সবাই এইমাসের মধ্যজমা দিয়েন এবং প্রতি মিটিং জমা কৃত টাকার ব্যাংক সাটিফিকেট  উপস্থাপনের পরার্মশ দেন।
৭। ৩য় মাস্টার্স খেলেতে  স্পসার হিসাবে বীর মুওিযোদ্ধা রজব আলী খান নামে খেলাটি পরিচালনাজন্য তাহার  সন্তান, পুত্রবৌধু নাতিছেলেদের সভায় ধন্যবাদ জানায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়  সভাপতি সকলের উদ্দেশে বলেন যে আপনার সকলের সহযোগিতা সংগঠন চলে সবাই কে কিছুই  দায়িত্ব পালন করিতে হবে    হিসাব নিকাশে কোন প্রকার ভুল ভান্তি না হয় সেই দিকে নজর রাখার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *