
মটো কর্নার ডেস্ক :
বাংলাদেশে প্রথম ও একমাত্র অত্যাধুনিক হেলমেট টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি আন্তর্জাতিক মানের অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ন্যাশনাল হালাল ল্যাবরেটরির কার্যক্রমও শুরু করেছে সংস্থাটি।
সোমবার (১৪ জুলাই) বিএসটিআইয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এই ল্যাব দুটি উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে হালাল পণ্যের একটি বিশাল বাজার রয়েছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ থেকে প্রচুর পণ্য রফতানির সুযোগ আছে। আমরা আশা করছি, এই ল্যাব উদ্বোধনের মাধ্যমে দেশের হালাল পণ্যের উৎপাদন কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে। আন্তর্জাতিক বাজারে দেশের ব্যবসায়ীরা নতুন সংযোগ স্থাপন করতে সফল হবেন।
দেশে হেলমেট উৎপাদনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা বিদেশের আমদানি করা হেলমেটগুলো টেস্ট করছি। প্রচুর চাহিদা থাকলেও আমরা এখনও আমদানি নির্ভর। আশা করব, বাংলাদেশি যেসব উদ্যোক্তা রয়েছেন, তারা উন্নতমানের হেলমেট তৈরি করবেন।
দেশি-বিদেশি প্রতিষ্ঠানের হালাল পণ্য প্রদর্শন
ল্যাব উদ্বোধন উপলক্ষে বিএসটিআই প্রাঙ্গণে নিজ নিজ কোম্পানির হালাল পণ্যের প্রদর্শনী করছে দেশি-বিদেশি দশ প্রতিষ্ঠান। ঐ প্রদর্শনীতে বিএসটিআইয়ের কর্মকর্তাসহ দেশের ব্যবসায়ী এবং নানা শ্রেণিপেশার সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।
ওই প্রদর্শনীটি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ শিল্প মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং এফবিসিসিআই এর প্রশাসক হাফিজুর রহমান ঘুরে দেখেছেন।
বিএসটিআই প্রাঙ্গণে এই পণ্য প্রদর্শনীতে অলিম্পিক, আকিজ, প্রাণ, নেসলে, কোকোলা ফুড, রিমার্ক এইচবি, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, আকিজ বেকার্স লিমিটেড, বেঙ্গল মিট, নিউজিল্যান্ড ডেইরি, ছোঁয়া ফ্রোজেন ফুডস লিমিটেড অংশ নিয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.