Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৭২ জন

অনলাইন ডেস্ক :

দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয় এক হাজার ১০৭ জনকে।

মঙ্গলবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

এতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫৭২ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে এক হাজার ১০৭ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছে আরো ৪৬৫ জন।
এ ছাড়া অভিযানে জব্দ করা হয় বিদেশি পিস্তল, দেশি পিস্তল ও উজি সাব মেশিনগান, গুলিসহ অপরাধকাজে ব্যবহৃত অন্য জিনিসপত্র।

Exit mobile version